কিভাবে আপনার মোবাইলে পর্ন সাইট বন্ধ করবেন জেনে নিন

পর্নোগ্রাফি আসক্তি বর্তমান সময়ের অনেক বড় সমস্যা। কিশোর কিশোরীর পর্নোগ্রাফি আসক্তি কমাতে ও নতুন প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট  পৌঁছে দেওয়ার চেষ্টা করছে নানা সংগঠন। সেই প্রচেষ্টা থেকে আমাদের সামান্য সংযুক্তি। 


পর্ন সাইট বন্ধ করার উপায়

কিছু ট্রিকস কাজে লাগিয়ে আপনি আপনার সন্তান, পরিবার এবং নিজেকে এই আসক্তি থেকে দূরে রাখতে পারেন। পর্নোগ্রাফি প্রধানত মোবাইল, কম্পিউটারে দেখে থাকে।  আজকে দেখাবো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্ট গুলোতে কিভাবে পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করে রাখবেন।  এটা সবচেয়ে বেশি কাজে আসবে আপনার শিশুকে স্মার্ট  ফোন দেওয়ার আগে এই সেটিংটা করে দিলে সে পর্নোগ্রাফি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেনা। 

কিভাবে  আপনার মোবাইলে পর্ন সাইট বন্ধ করবেন জেনে নিন
আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আগেই বলে রাখি ভিন্ন ভিন্ন কোম্পানির মোবাইলে সেটিংস ভিন্ন জায়গায় থাকতে পারে..।

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের Network & Internet  এ যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। পূর্বেই বলেছি সেটিংস ভিন্ন হতে পারে। তাই ফোনের সেটিংসে গিয়ে Private DNS লিখে সার্চ করবেন। নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি...। প্রথমে সেটিংসে যাবেন...  তারপরে সার্চ করবেন  নিচে স্ক্রিনশট দেওয়া হলো.. 

নিচের  স্ক্রিনশট অনুসরণ করুন 


সার্চ বারে লিখুন  Private DNS নিচে স্ক্রিনশটের মতো। 


 এখন  সার্চ বারের নিচে  Private DNS সেটিংস দেখতে পারবেন। Private DNS এ ট্যাব করুন। নিচে স্ক্রিনশট দেওয়া হলো... 


Private DNS এ ট্যাপ করুন। আবার Private DNS  দেখতে পাবেন।  নিচের স্ক্রিনশট অনুসরণ করুন... 


 আবার Private DNS এ ট্যাপ করুন। তারপর নিচের স্ক্রিনশটের মতো আসবে...


উপরের স্ক্রিনশটে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে  Private DNS provider hostname এ ট্যাব করুন। নিচে দেওয়া লিংক কপি করুন এবং নিচের স্ক্রিনশট অনুসরণ করুন।

adult-filter-dns.cleanbrowsing.org


কপি করা টেক্সট উপরে দেখানো স্ক্রিনশটের মতো পেস্ট করুন। নিচের স্ক্রিনশট অনুসরণ করে save করুন।


Save করুন। কাজ শেষ।  এখন চাইলেও আপনি পর্নোগ্রাফি ওয়েবসাইটে যেতে পারবেন না।  

সেটিংস না করতে পারলে  কমেন্টে জানান। আর্টিকেল ভালো লাগলে আপনার বন্ধুদের বা অন্যদের সাথে শেয়ার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Most Popilar

Tech &software

Ads from Google