অর্থ লেনদেনের নতুন সেবা 'বিনিময়' @binimoy.gov.bd

অর্থ লেনদেনের নতুন সেবা 'বিনিময়' @binimoy.gov.bd

ব্যাংক টু ব্যাংক অর্থ লেনদেন সহজ করতে বাংংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছিল অনেক দিন ধরে।  তারই ধারাবাহিকতায় চালু হতে চালু হতে যাচ্ছে নতুন ব্যাংকিং সিস্টেম ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি)। যা বিনিময় নামে পরিচিত হবে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের মোবাইল অ্যাপে এই সেবা চালু করেছে।  আনুষ্ঠানিক ভাবে বিনিময় যাত্রা শুরু করবে ১৩ নভেম্বর ২০২২ সালে। 

Binimoy-বিনিময়

বিনিময় কি? Binimoy account

বিনিময় হলো  ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ, যার প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে এনে আর্থিক লেনদেন সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদান করা।

ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা বিনিময় নামে পরিচিত হবে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে।


কোন কোন প্রতিষ্ঠান বর্তমানে এই সেবা প্রদান করবে ? 

এখনই সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘বিনিময়ে’ যুক্ত হচ্ছে না। আপাতত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও ডাচ্‌–বাংলা ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে। 


এ ছাড়া এমএফএসে হিসেবে থাকছে বিকাশ ও রকেট। এ ছাড়া পিএসপি হিসেবে যুক্ত হচ্ছে প্রগতি সিস্টেমের টালিপে। ধীরে ধীরে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে।


বিনিময় অ্যাপ

বিনিময়ের কোন অ্যাপ বর্তমানে নেই। আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব  অ্যাপে এই সেবা পাওয়া যাবে। 


বিনিময় ওয়েবসাইট

binimoy.gov.bd কে বিনিময়ের ওয়েবসাইট হিসেবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।  আনুষ্ঠানিক ভাবে বিনিময়ের কোন ওয়েবসাইট প্রকাশ করা হয়নি। গ্রাহক আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপে রেজিষ্ট্রেশন  করার সময় @binimoy.gov.bd পূর্বে ইউজার নেইম বসিয়ে রেজিষ্ট্রেশন করবে।


বিনিময় কিভাবে কাজ করবে?

বিনিময় ব্যবহার করার জন্যে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট একাউন্টের এপ্লিকেশন থেকে একটি বিনিময় একাউন্ট খুলতে হবে, অর্থাৎ বিকাশ থেকে রকেটে টাকা সেন্ড করতে হলে দুটি বিনিময় একাউন্ট লাগবে, একটি বিনিময় একাউন্ট খুলতে হবে বিকাশে, অন্যটি রকেটে। তারপর আপনি বিনিময় আইডি ব্যবহার করে টাকা সেন্ড করতে পারবেন।

কেমন চার্জ কাটবে? 

আপাতত টাকা পাঠানোতে কোন চার্জ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ১% চার্জ কাটতে দেখা গেছে। আনুষ্ঠানিক ভাবে বিনিময় এখনো চালু হয়নি। তাই চার্জ কেমন কাটবে তা এখনি বলা যাচ্ছে না।


বিনিময় একাউন্ট খুলবো কিভাবে ? Binimoy registration

বিনিময় একাউন্ট খোলা একদম সহজ।  নিচের ভিডিও দেখে একাউন্ট করুন সহজে।



আরো দেখুন :। রকেট থেকে বিনিময় রেজিষ্ট্রেশন (Roket Binimoy registration)  

আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।  আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Most Popilar

Tech &software

Ads from Google