Facebook Black Verified script
সম্প্রতি ফেসবুকে কালো বেজ (Black Badge) প্রোফাইল, পেজ, গ্রুপ দেখা যাচ্ছে। ফেসবুক গ্রুপে (black badge) কালো বেজ দেওয়া সহজ হলেও ফেসবুক পেইজ ও প্রোফাইলের জন্য তা সহজ নয়। তাই অনেকে রিকুয়েস্ট করেছেন এই নিয়ে একটি ভিডিয়ো ও আর্টিকেল লিখতে।
How to get Facebook black verified badge?
আজকে আমরা দেখবো কীভাবে ফেসবুক প্রোফাইলে সহজে কালো বেজ লাগানো যায়। আগেই বলে নেই কালো বেজ শুধু ফেসবুক লাইটে দেখা যাবে। তো কথা না বাড়িয়ে আসুন দেখে নেই কালো বেজ লাগানোর পদ্ধতি।
Facebook black verified badge করতে যা যা লাগবে
Black verified badge করতে মূলত তিনটি জিনিসই যথেষ্ট।
ইন্টারনেট ব্রাউজার : যেকোনো ইন্টারনেট ব্রাউজার হলেই হবে। তবে আমি সাজেস্ট করবো Via Browser. ডাউনলোড করতে মার্ক করা লেখায় ক্লিক করুন।
ভিপিএন : ইন্দোনেশিয়ান সার্ভার আছে এমন ভিপিএন লাগবে। VPN Lat ব্যবহার করতে পারেন। ডাউনলোড করতে মার্ক করা লেখায় ক্লিক করুন।
স্ক্রিপ্ট (script) : Facebook black verified badge script লাগবে। নিচে স্ক্রিপ্ট দেয়া হলো।
Facebook black badge bro bd
কীভাবে ফেসবুকে কালো বেজ পাবেন?
প্রথমে ব্রাউজারে আপনার ফেসবুক লগইন করে নিবেন। ইনস্টাগ্রাম অ্যাড করা করা থাকলে ডিসকানেকট করে নিবেন। ইনস্টাগ্রাম কানেক্টেড থাকলে কাজ নাও করতে পারে।
ফেসবুক লগইন করার পরে ভিপিএন কানেক্ট করে নিবেন। তারপর ফেসবুক নাম পরিবর্তন করার অপশনে যাবেন। ফাস্ট নেইম, মিডেল নেইম এবং লাস্ট নেইম রিমুভ করে নিবেন।
কোড কপি করে এডিট করে নিবেন। নিচের ছবির মতো।
আপনার পুরো নাম লিখবেন, ফাস্ট এ পুরো নাম লিখবেন। লাস্ট মিডেল নেইম লিখবেন না। খেয়াল রাখবেন বক্সের মতো চিহ্ন যেন রিমুভ না হয়।
আবারো পুরো স্ক্রিপ্ট কপি করবেন। নিচের ছবির মতো সার্চ বক্সে কোড পেস্ট করবেন এবং গো তে ক্লিক করবেন। একটি পপআপ আসবে ok ক্লিক করে দিবেন। তিন থেকে পাঁচ বার এভাবে করবেন।
Step 1
Step 2
Step 3
Step 4
Step 5
উল্লেখ্য তিনবারের কম করলে কাজ কবে না।
তিন থেকে পাঁচ বার করার পরে ফেসবুক লাইট চেক করুন।
ভিডিয়ো অনুসরণ করুন
কোনো রকম সমস্যায় পড়ে থাকলে কমেন্ট করুন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিন। আআর্টিকেল সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।
Onek bar korci hoi na vai
যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ।