জমির পরিমাপ
জমির পরিমাপ
জমির পরিমাপ অঞ্চল বেধে ভিন্ন হয়। এজন্য অনেক সময় জমি পরিমাম করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। সমস্যা সমাধানে ভিন্ন এলাকার জমি পরিমাপ সম্পর্কে জেনে রাখা ভালো। বাংলাদেশে সর্বাধিক ব্যবহিত জমি পরিমাপ একক হলো শতাংশ ও কাঠা।
ডেসিমেল বা শতাংশ বা শতক
শতাংশ সর্বস্বীকৃত জমি পরিমাপের একক। বাংলাদেশের সর্বাধিক ব্যবহিত জমি পরিমাপ একক। এই পরিমাপ সকল অঞ্চলের জন্য প্রযোজ্য। ডেসিমেল শতাংশ আন্তর্জাতিক একক। এক শতাংশ সমান ৪৩৫.৬০ বর্গফুট।
- ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট
- ১ শতাংশ =১০০০ বর্গ লিঙ্ক
- ১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
- ৫ শতাংশ = ৩ কাঠা = ২১৭৮ বর্গফুট
- ১০ শতাংশ = ৬ কাঠা = ৪৩৫৬ বর্গফুট
- ১০০ শতাংশ = ১ একর =৪৩৫৬০বর্গফুট
কাঠা পরিমাপ
কাঠা বাংলাদেশে জমি পরিমাপের অন্যতম একক। অঞ্চল বেধে কাঠা পরিমাপের হিসাব ভিন্ন।
- ১ কাঠা = ৭২০ বর্গফুট/৭২১.৪৬ বর্গফুট
- ১ কাঠা = ৮০ বর্গগজ/৮০.১৬ বর্গগজ
- ১ কাঠা = ১.৬৫ শতাংশ
- ২০ কাঠা = ১ বিঘা
- ৬০.৫ কাঠা =১ একর
একরের পরিমাপ
একরের হিসেব মূলত শতাংশ থেকে এসেছে। ১০০ শতাংশে এক একর।
- ১ একর = ১০০ শতক
- ১ একর = ৪৩,৫৬০ বর্গফুট
- ১ একর = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
- ১ একর = ৪,৮৪০ বর্গগজ
- ১ একর = ৬০.৫ কাঠা
- ১ একর = ৩ বিঘা ৮ ছটাক
- ১ একর = ১০ বর্গ চেইন = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
- ১ একর = ৪,০৪৭ বর্গমিটার
- ১ শতক = ০.৫ গন্ডা বা ৪৩৫.৬০ বর্গফুট
বিঘা পরিমাপ
বিঘা জমি পরিমাপের অন্যতম একক। ভিন্ন অঞ্চলে বিঘা পরিমাপ ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গে এ পরিমাপ অধিক জনপ্রিয়।
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট /১৪৫২০বর্গফুট
১ বিঘা = ৩৩,০০০ বর্গ লিঙ্ক
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ১৬০০ বর্গগজ/১৬১৩ বর্গগজ
১ বিঘা = ২০ কাঠা
৩ বিঘা ৮ ছটাক = ১.০০ একর
লিঙ্ক পরিমাপ
লিঙ্ক জমি পরিমাপ তেমন কোথাও দেখা যায় না। তবু জেনে রাখা ভালো।
- ১লিঙ্ক = ৭.৯ ইঞ্চি /৭.৯২ ইঞ্চি
- ১লিঙ্ক =০.৬৬ ফুট
- ১০০ লিঙ্ক = ৬৬ ফুট
- ১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল
- ১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক
- ১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর
কানি পরিমাপ
কানি পরিমাপ বাংলাদেশে অধিক জনপ্রিয়। কানি দুই প্রকার। যথা- ১.কাচ্চা কানি, ২.সাঁই কানি।
- ১ কানি = ২০ গন্ডা
- ১ গন্ডা = ২ শতক
- ১ শতক =২ কড়া
- ১ কড়া = ৩ কন্ট ১ কন্ট = ২০ তিল
ফুট পরিমাপ
ফুট জমি পরিমাপের ক্ষুদ্র একক। ফুট থেকে সকল পরিমাপ করা যায়।
- ১ কানি = ১৭২৮০ বগফুট
- ১ গন্ডা = ৮৬৪ বফু
- ১ শতক= ৪৩৫.৬০ বফু
- ১ কড়া = ২১৭.৮ বফু
- ১ কন্ট = ৭২ বফু
- ১ তিল= ৩.৬ বফু
বর্গগজ/বর্গফুট পরিমাপ
বর্গগজ/বর্গফুট জমি পরিমাপের একক।
- ৪৮৪০ বর্গগজ = ১ একর
- ৪৩৫৬০ বর্গফুট= ১ একর
- ১৬১৩ বর্গগজ= ১ বিঘা
- ১৪৫২০বর্গফুট = ১ বিঘা
- ৪৮.৪০ বর্গগজ = ০১ শতাংশ
- ৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
- ৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
- ৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা
- ৫.০১ বর্গগজ = ১ ছটাক
- ৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা
- ২০ বর্গহাত = ১ ছটাকা
- ১৮ ইঞ্চি ফুট= ১ হাত
আর্টিকেলের সকল লেখা অনলাইন থেকে সংরক্ষিত। কোনো ভুল ধরা পড়লে কমেন্টে জানিয়ে দিবেন।