প্লেজিয়ারিজম কি ? ফ্রি প্লেজিয়ারিজম চেকার
প্লেজিয়ারিজম কি ? ফ্রি প্লেজিয়ারিজম চেকার
অন্যের লেখা বা জ্ঞান বিনা অনুমতিতে নিজের নামে চালিয়ে দেওয়াই প্লেজিয়ারিজম। অনলাইনে লেখা চেকার রয়েছে। আজকে কিছু ফ্রি প্লেজিয়ারিজম চেক করার ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।
প্লেজিয়ারিজম কি এবং কাকে বলে?
বর্তমান ইন্টারনেটের যুগে লেখালেখি সহ অনেক কাজ ইন্টারনেটে অর্থাৎ ভার্চ্যুয়ালি হচ্ছে। এতে সহজেই নিজের মতামত প্রকাশ করা যাচ্ছে। নিজের অনুভূতি, আইডিয়া ইত্যাদি মানুষের মাঝে পৌঁছে দেয়া যাচ্ছে। এতে লেখকের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। ধরুন আপনি লেখক আপনি লিখলেন, সেই লেখা যদি কেউ হুবুহু কপি বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয় তাহলে সেটা হবে প্লেজিয়ারিজম। সহজ করে বললে - অন্যের লেখা, সাহিত্যকর্ম ও আইডিয়া হুবুহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়া হলো প্লেজিয়ারিজম।
কারা বেশি প্লেজিয়ারিজম করে?
অনলাইনে যারা ব্লগ লিখে তাদের মধ্যে বর্তমানে প্লেজিয়ারিজম অর্থাৎ লেখা চুরি করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।
প্লেজিয়ারিজম বা লেখা চুরি করলে কি হয়?
প্লেজিয়ারিজম বা লেখা চুরি আন্তর্জাতিক ভাবে আইনত অপরাধ। প্লেজিয়ারিজম নিয়ে বাংলাদেশে এখনো আইন নেই। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে দোষীর শাস্তির ব্যবস্থা করা যায়। যারা ব্লগ লিখেন তারা বেশি সমস্যায় পরবেন। অ্যাডসেন্স পাবেন না। আগে পেয়ে থাকেন পরে লেখা চুরি করেন দেন তাহলে অ্যাডসেন্স একাউন্ট ডিজেল হয়ে যাবে। তাই লেখা চুরি করা থেকে বিরত থাকুন।
প্লেজিয়ারিজম থেকে বাচঁতে করনীয় কি?
আপনার লেখা নিরাপদ রাখার জন্য টেক্সট প্রটেকশন ব্যবহার করতে পারেন। অনেক সময় আপনি জানেনও না আপনি প্লেজিয়ারিজম করেছেন তাই কোন লেখা পাবলিশ করার আগে প্লেজিয়ারিজম যাচাই করে নিবেন।
প্লেজিয়ারিজম কিভাবে যাচাই করবেন?
প্লেজিয়ারিজম যাচাই করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে সহজেই প্লেজিয়ারিজম চেক করতে পারবেন। চাইলে অফলাইনেও করতে পারে তবে তা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। যেহেতু এখন বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় সেহেতু অনলাইনে করতে পারেন। গুগলে Plagiarism Checker লিখে খুজলেই পেয়ে যাবেন অনেক ওয়েবসাইট। যেখানে আপনার লেখা পেস্ট করে প্লেজিয়ারিজম চেক অপশনে ক্লিক করলেই কয়েক মিনিটের মধ্যে আপনি জানতে পারবেন আপনার লেখা কতো পারসেন্ট ইউনিক ও কতো পারসেন্ট প্লেজিয়ারিজম।
প্লেজিয়ারিজম যাচাই করার ফ্রি ওয়েবসাইট নিম্নরূপ :
smallseotools.com
plagiarismdetector.net
duplichecker.com
check-plagiarism.com
prepostseo.com
quetext.com
plagiarismchecker.co
searchenginereports.net
পরিশেষে, পোস্ট আপনার মতামত ও পরামর্শ থাকে কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই।
অনেক সুন্দর কন্টেন্ট লিখেছেন।
অনেক ধন্যবাদ ✅
আপনার সাথে কিছু কথা ছিল পার্সনাল। কিভাবে যোগাযোগ করতে পারি?
https://techgrambd.blogspot.com/p/contact-us.html?m=1[ এই লিংক থেকে যোগাযোগ করুন অথবা সরাসরি ফেসবুকে নক করতে পারেন। https://www.facebook.com/neeeeeeeeeeeeeel]