ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম গুলো
ফেসবুক বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে এর ব্যবহারকারীর সংখ্যা ২.৯ বিলিয়ন। ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশ মানুষ বিশেষ করে নারীরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নিজের আসল নাম ব্যবহার করেন না, ছদ্মনাম ব্যবহার করেন। ফলশ্রুতিতে ভবিষ্যতে তাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয়। অনেক সময় ফেসবুকে নামের বানান ভুল হয়, একারণেও অনেকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করে থাকেন। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন।
ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম
ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিচের ধাপগুলি অনুসরণ করুন
- faceboo.com যান।
- ই-মেইল/নাম্বার/ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- সেটিংস এ যান
- পারসোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এ ক্লিক করুন ।
- নাম এ ক্লিক করুন।
- আপনার নাম লিখুন।
- রিভিউ রেঞ্জ এ ক্লিক করুন।
- পাসওয়ার্ড দিন।
- সেভ চেঞ্জ এ ক্লিক করুন।
এভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন।
কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবো?
অ্যান্ড্রয়েড অ্যাপে ফেসবুক আইডির নাম পরিবর্তন বা চেঞ্জ করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচের ধাপগুলি অনুসরণ করুন :
- ফেসবুক অ্যাপ ওপেন করুন।
- ই-মেইল/নাম্বার/ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- সেটিংস এ যান
- পারসোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এ ক্লিক করুন ।
- নাম এ ক্লিক করুন।
- আপনার নাম লিখুন।
- রিভিউ রেঞ্জ এ ক্লিক করুন।
- পাসওয়ার্ড দিন।
- সেভ চেঞ্জ এ ক্লিক করুন।
এভাবে অ্যান্ড্রয়েড অ্যাপে ফেসবুক আইডির নাম পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন। আরো সহজে বুঝতে ভিডিয়ো দেখুন।
কীভাবে আইফোনে ফেসবুক আইডির নাম পরিবর্তন বা চেঞ্জ করবো?
আইফোনে ফেসবুক আইডির নাম পরিবর্তন বা চেঞ্জ করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
- ফেসবুক অ্যাপ ওপেন করুন।
- ই-মেইল/নাম্বার/ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- সেটিংস এ যান
- পারসোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এ ক্লিক করুন ।
- নাম এ ক্লিক করুন।
- আপনার নাম লিখুন।
- রিভিউ রেঞ্জ এ ক্লিক করুন।
- পাসওয়ার্ড দিন।
- সেভ চেঞ্জ এ ক্লিক করুন।
এভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন।
৬০ দিনের আগে কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবো?
৬০ দিনের আগে কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন অথবা ভিডিয়ো দেখুন।
- ফেসবুক অ্যাপ/Facebook.com ওপেন করুন
- ই-মেইল/নাম্বার/ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- প্রোফাইলে nick name অ্যাড করে স্ক্রিনশট নিন।
- সেটিংস এ যান
- পারসোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এ ক্লিক করুন ।
- নাম এ ক্লিক করুন।
- আপনার নাম লিখুন।
- Learn More এ ক্লিক করুন।
- স্ক্রল করে নিচে নামুন এবং Let us know তে ক্লিক করুন
- আপনার নাম দিন এবং স্ক্রল করে নিচে নামুন
- Your Documents স্ক্রিনশট আপলোড করুন
- ইমেইল দিন
- Send এ ক্লিক করুন
কীভাবে ফেসবুক আইডির সিঙ্গেল নাম লিখবেন?
ফেসবুক আইডির নাম সিঙ্গেল করার জন্য প্রয়োজন হবে ইন্দোনেশিয়ার ভিপিএন। নিচের ধাপগুলি অনুসরণ করে সহজেই ফেসবুক আইডির নাম সিঙ্গেল করতে পারবেন।
- ভিপিএন ইন্দোনেশিয়া সার্ভার কানেক্ট করুন।
- ফেসবুক অ্যাপ/Facebook.com ওপেন করুন।
- ই-মেইল/নাম্বার/ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- সেটিংস এ যান
- পারসোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এ ক্লিক করুন ।
- নাম এ ক্লিক করুন।
- আপনার ফাস্ট ষ নাম লিখুন।
- রিভিউ রেঞ্জ এ ক্লিক করুন।
- পাসওয়ার্ড দিন।
- সেভ চেঞ্জ এ ক্লিক করুন।