কিভাবে ব্লগারে ফেসবুক কমেন্ট বক্স সেটআপ করবেন (Facebook Comments Plugin for Blogger)

ব্লগার একটি ফ্রি সিএমএস। তবে এখানে ব্যবহৃত সকল থীম টুলস ফ্রি নয়। কিছু ডিফল্ট‌ ফ্রি থিম পাওয়া যায়, যেগুলো দেখতে অতোটা আকর্ষণীয় নয়। কিছু কোম্পানি ও ওয়েব ডেভেলপার ফ্রি ও প্রিমিয়াম থিম প্রোভাইড করে আমাদের। ফ্রি থিম গুলোতে ফ্রি টুলস ব্যবহার করা হয়। যেগুলোতে অ্যাড আসে।

অনেক ওয়েব ডেভলপার তাদের থিমে DISQUS এর ফ্রি কমেন্ট প্লাগইন ব্যবহার করে। DISQUS এর ফ্রি কমেন্ট প্লাগইনে তারা নিজেদের অ্যাড দেখায়, যা ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স নষ্ট করে। ফলে ভিজিটর কমে যায়। অনেক সময় তাদের অ্যাড গুলো স্প্যাম এর মতো দেখা যায়। তাছাড়া আংশিক পর্নোগ্রাফির মতো অ্যাডও দেখায়। এসব অ্যাড দূর করার জন্য হয়তো তাদের প্রিমিয়াম প্লাগইন ব্যবহার করতে হবে অথবা কমেন্ট প্লাগইন পরিবর্তন করতে হবে। 

ব্লগারের জন্য ফ্রি কমেন্ট প্লাগইন অনেক থাকলেও আপনার মনমত হয়তো হয় না। তবে আপনি ফেসবুক কমেন্ট বক্সের মতো কমেন্ট বক্স আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন একদম ফ্রিতে। 

কিভাবে ব্লগারে ফেসবুক কমেন্ট বক্স সেটআপ করবেন (Facebook Comments Plugin for Blogger)

ফেসবুক কমেন্ট প্লাগইন মেটা অর্থাৎ ফেসবুকের ফ্রি সেবা। মাত্র কয়েকটা ধাপ অনুসরন করে আপনার ব্লগার ওয়েবসাইটের কমেন্ট প্লাগইন পরিবর্তন করতে পারবেন।

ব্লগারে ফেসবুক কমেন্ট বক্স ইন্সটল করবেন যেভাবে

ফেসবুক কমেন্ট প্লাগইন ব্লগারে ইন্সটল করতে হলে প্রথমে আপনাকে পূর্বের কমেন্ট প্লাগইন সরিয়ে ফেলতে হবে। যদিও একসাথে দুটো কমেন্ট বক্স ব্যবহার করা যায়, তবে একটা ব্যবহার করাই ভালো। এতে ইউজার এক্সপেরিয়েন্স ভালো পাওয়া যায়। 


কিভাবে ব্লগার ওয়েবসাইটের কমেন্ট বক্স ডিলিট করবেন? 

প্রথমে আপনাকে ব্লগারে [blogger.com] যেতে হবে। এরপর থিম অপশনে যেতে হবে। থিমের backup নিতে হবে। এরপর থিমটি ওপেন করতে হবে। মোবাইলে Acode অথবা অন্য কোনো অ্যাপে ওপেন করতে পারেন। কম্পিউটারে সরাসরি ইডিট করা যায়। আমরা মোবাইল দিয়ে কিভাবে করা যায় তা নিয়ে কথা বলবো। 


না পারলে ভিডিয়ো অনুসরণ করুন।


কমেন্ট বক্স ডিলিট করার পর নিচের কোডটি কপি করে নিন এবং বডি ওপেনিং অর্থাৎ <body> এর পেস্ট করে দিন। 

After Body Opening
<div id="fb-root"></div>

<script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v17.0&appId=243809077688598&autoLogAppEvents=1" nonce="oX6UdVZL"></script>

এরপর নিচের কোডটি কপি করে নিন। যেখানে আপনি কমেন্ট বক্স বসাতে চান সেখানে পেস্ট করে দিন।

যেখানে কমেন্ট বক্স বসাতে চান

<div class="fb-comments" data-href="https://developers.facebook.com/docs/plugins/comments#configurator" data-width="" data-numposts=""></div>


এরপর থিমটি সেভ করে নিন। হয়ে গেল ফেসবুক কমেন্ট বক্স সেটআপ। মোবাইল দিয়ে করতে আমাদের ইউটিউব ভিডিও অনুসরণ করুন ‌। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Most Popilar

Tech &software

Ads from Google